ফ্রান্সের রাজা লুই XVI যখন খুব ছোট ছিলেন, তখন জ্যোতিষী তাকে প্রতি মাসের একুশ তারিখে খুব সতর্ক থাকার জন্য সাবধান করে দিয়েছিলেন l ভবিষ্যত সম্পর্কে এ ধরেনের পূর্বাভাস রাজাকে খুবই ভীত করেছিল l এর ফলে তিনি ২১ তারিখে কখনও কোনও ব্যবসায়ের কাজের পরিকল্পনা করেননি। মাসের ওই দিনটি তাকে খুবই ভাবাতো l না, এর পরেও শেষ রক্ষা হয় নাই l কি ভাবে? শুরু হলো ফরিসী বিপ্লব! এবং এই ফরাসী বিপ্লব তার জীবনে একটি বিরাট ধাক্কা l এটি তাকে বাধ্য করেছিল দেশ থেকে পালানোর চেষ্টা করতে l হায় ! পালানোর সময় ২১ শে জুনের দিনেই রাজা ও রানীকে গ্রেপ্তার করা হয়। তারপরে, একই বছরের ২১ শে সেপ্টেম্বর ফ্রান্সকে একটি প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়েছিল। এবং ২১ শে জানুয়ারী, ১৭৯৩ সালে কিং লুই XVI কে মৃত্যুদণ্ড দেওয়া হয় l 

১৭৯৩ সালের ২১শে জানুয়ারি লুই XVI এর মৃত্যুদন্ড কার্যকর করার সময়ের চিত্র।

গিলোটিনে তার ওই মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছিল। এ ঘটনার কোনো যুক্তি নাই l কোনও ব্যাখ্যাও নাই l কিন্তু ঘটেছিল l