খ্রিস্টপূর্ব ১৫৩ সাল। রোমের সিনেট ভবন। সুপার পাওয়ার রোমের সিনেটর ক্যাটো দ্য এল্ডার তার উত্তেজনাপূর্ণ বক্তৃতার প্রতিটি লাইনে ঝড় তুলছিলেন। তার এ ধরনের বক্তৃতাগুলোর শেষ হতো একটি বাক্য দিয়ে- “আমি মনে করি, কার্থেজকে অবশ্যই ধ্বংস করতে হবে”। আজও তার ব্যতিক্রম হয় নি। তার বক্তব্যের সাথে সুর মিলিয়ে অন্য...