মুঘল রাজকন্যাদের মধ্যে জাহানারা এবং রোশনারার নাম প্রায়ই শোনা গেলেও অন্তরালে রয়ে গেছেন আরেকজন রাজকন্যা। ‘মাকফী’ ছদ্মনাম নিয়ে তিনি অনেকটাই নিজেকে আড়াল করে রেখেছিলেন। তিনি হলেন জেবুন্নিসা বেগম। প্রিন্সেস জেবুন্নিসা ছিলেন অনন্যসাধারণ। তিনি নিজের নামকে বাস্তবিকভাবেই প্রতিষ্ঠিত ও নিজের জীবনে প্রতিফলিত...