ভারতীয় উপমহাদেশের সাথে ‘মহুয়া’ গাছের সম্পর্ক বেশ প্রাচীন। ভারতীয় ধর্মগ্রন্থ ‘বেদ’-এও মহুয়ার ব্যাপারে উল্লেখ রয়েছে। আমাদের আদিবাসী সম্প্রদায় এবং তাদের জীবনের সাথেও গাছটির এক অপূর্ব প্রেমময় সম্পর্ক ছিলো। সাঁওতাল ও মুন্ডা আদিবাসীদের কাছে তো এই গাছ পরম-পূজনীয়। তারা গাছটিকে ‘জীবনবৃক্ষ’ আখ্যা...