মৌর্য সাম্রাজ্যের পতনের সুযোগে বহু বিদেশী শক্তি অস্থিতিশীল ভারতবর্ষে প্রবেশ করেছিলো। কিন্তু এই প্রতিযোগিতায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নিজস্ব শাসন কায়েম করতে সক্ষম হয়েছিলেন ব্যাক্ট্রিয়া থেকে আসা ইন্দো-গ্রীক বা যবনরা এবং এই ইন্দো-গ্রীক সাম্রাজ্যের প্রধান শক্তি ছিলেন তাদের রাজা মেনিন্দার, যিনি অনেক সময়...