পীচগাছের শাখা দিয়ে তার নিজ হাতে তৈরি দুই কাঁটা বিশিষ্ট ফর্ক (fork)-টি তার গলার মধ্যদিয়ে আমূল্ ঢুকিয়ে দেওয়া হয়েছে। কাঁটাটি তাকে মাটির সঙ্গে রীতিমতো গেঁথে ফেলেছে। তার নিজের হাতে তৈরি কাঁটালতার বরশী তার বুকে বিদ্ধ হয়ে আছে। কাঁটার অলঙ্কারে কেউ যেন তাকে সাজিয়ে রেখেছে। রীতিমত অত্যাচার করে...