চাঁদনী রাত। পাহাড়ি এলাকায় গুল্মজাতীয় কিছু উদ্ভিদ সংগ্রহে ব্যস্ত কয়েকজন তরুণী। পাহাড়ি ছাগলের মাধ্যমে টানা এক বিশেষ যানে সেগুলো ভর্তি করে নিয়ে যাচ্ছে তারা। হয়তো কোনো দেবতার সান্নিধ্য লাভের উদ্দেশ্যে, কিংবা কোনো অজেয় শক্তিকে জয় করবার উদ্দেশ্যে কাজে লাগানো হবে সেই বিশেষ গুল্মগুলো। অত্যন্ত বিরল এই...