প্রাচীন মিশরের মানুষরা বিশ্বাস করত, পৃথিবীতে যেমন বিপদ-আপদ লুকিয়ে থাকে, তেমনি মৃত্যুর পরের জীবনেও নানা অশুভ শক্তি অপেক্ষা করে থাকে। আর সেসব থেকে বাঁচতে তাদের ছিল এক আশ্চর্য ভরসা—অ্যামুলেট। ছোট্ট ছোট্ট এই অলংকারগুলো তারা মনে করত জাদুকরি, যেন অদৃশ্য শক্তি দিয়ে জীবিত কিংবা মৃত সবাইকে রক্ষা করছে।...





