মদের ইতিহাস খুবই চমকপ্রদ ও বৈচিত্র্যময়, এবং এর যাত্রাপথও ছিল অনেকটা দীর্ঘ। এটি শুধু এক ধরনের পানীয় নয়, একটি সংস্কৃতির প্রতীক। হাজার হাজার বছর ধরে মানুষ ধর্মীয় রীতিনীতি, রাজকীয় ভোজ এবং দৈনন্দিন জীবনে এটিকে ব্যবহার করে আসছে। আজ মদের উৎপাদন ও ব্যবহার পৃথিবীর প্রায় সব মহাদেশেই কমবেশি দেখা যায়। অনেকের...






