প্রাচীন ইতিহাসে প্রথম চিড়িয়াখানা তৈরির কথা জানা যায় আসিরীয় রাজা আশুরনাসারপাল দ্বিতীয়-এর (৮৮৩–৮৫৯ খ্রিষ্টপূর্ব) আমলে। তিনি ছিলেন প্রাচীন ইরাকের অন্যতম শক্তিশালী শাসক। এই রাজা শুধু যোদ্ধা হিসেবেই নয়, শিল্প, সংস্কৃতি ও স্থাপত্যে অসাধারণ কৃতিত্ব রেখে গেছেন। গবেষকেরা তাঁকে প্রায়ই বলেন “যোদ্ধা-শিল্পী...