দাঁড়িয়ে আছি টেমস নদীর তীরে। অসংখ্য না দেখা স্মৃতিরা যেনো আজ একসাথে জড়ো হয়েছে। হ্যাঁ, এই স্মৃতিগুলো অদেখা। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে এই ইংল্যান্ডের মাটিতেই পদচিহ্ন রেখে যাওয়া আমার পূর্বপুরুষের স্মৃতি। হঠাৎ-ই একদিন আমার দাদার একটি নোট খুঁজে পাই আমি। সেই থেকেই ইচ্ছে জাগে আমার পূর্বপুরুষের ইতিহাস...