কোনো এক জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের ১২তম দিনে রাজা প্রভাকরবর্ধন ও রাণী যশোমতী দেবীর কোল জুড়ে এলো এক বিশেষ শিশু, যার আগমন নতুন দিনের বার্তা দেয়। মহাআনন্দে আতুর ঘর থেকে ধাত্রী নন্দিনী ‘সুযাত্রা’ বের হয়ে মহারাজকে তার দ্বিতীয় ছেলে সন্তানের সুখবর পৌঁছে দিলো। উল্লাসে ফেটে পড়লো সমগ্র রাজ্য। যদিও এটি রাজার...