প্রাচীন মেসোপটেমিয়ায় টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর উপত্যকায় জন্মেছিল এক অপূর্ব স্থাপত্য—জিগুরাত। বাইরে থেকে এগুলো অনেকটা মিশরের পিরামিডের মতো মনে হতো, কিন্তু তাদের নির্মাণের কৌশল ও উদ্দেশ্য ছিল একেবারেই ভিন্ন। রাজাদের চিরনিদ্রার সমাধি ছিল পিরামিড। আর জিগুরাত ছিল দেবতাদের পার্থিব আবাস। মন্দির,...






