সম্রাট জাহাঙ্গীরের প্রিয়তমা স্ত্রী ছিলেন নূরজাহান। “পাদশাহ বেগম” উপাধি দেওয়া হয়েছিল। তিনি মুঘল দরবারের এক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। মুঘল সাম্রাজ্যের শিল্প এবং স্থাপত্যে বিকাশের ক্ষেত্রে তিনি যথেষ্ট সাহায্য করছেন। তার নামে বহু মসজিদ, সরাইখানা, সমাধি ও বাগান তৈরি করেছে। আবার তিনি নিজেও...






