লোবান ইতিহাস ও বিপন্নতা আজ শুধু সুগন্ধির গল্প নয়, বরং এটি ছয় হাজার বছরের এক পবিত্র ঐতিহ্যের সঙ্কটের কাহিনি। অনেক অনেক বছর আগের কথা। ইয়াকুব নামে এক মহানবীর পরিবারে ঘটেছিল এক করুণ ঘটনা—তাঁরই প্রিয় পুত্র ইউসুফকে তাঁর সৎ ভাইয়েরা তুলে দিয়েছিল একদল বণিকের হাতে। কালের পরিক্রমায় অনেকেই মনে করেন, ওই বণিকরা...