ঢাকার নায়েব নাজিমদের মধ্যে ইন্তেজামউদ্দৌলা নাসিরুল মূলক নওয়াব সৈয়দ আলী খান বাহাদুর নুসরাত জং সবচেয়ে বেশি দিন, সাঁইত্রিশ বছর (১৭৮৫-১৮২২ সাল পর্যন্ত) অধিষ্ঠিত ছিলেন নায়েব নাজিম পদে। তাঁর বড় ভাই নায়েব নাজিম হাসমত জংয়ের মৃত্যুর পর কোম্পানির কাছে তিনি একইভাবে আবেদন জানিয়েছিলেন নায়েব নাজিম পদের এবং...