শিশু ফতেপুর সিক্রির কবুতরখানা আঁকতে গেলে চোখে ভেসে ওঠে—কাবুলের মাঠে ছোট্ট শাহজাদা বন্ধুদের নিয়ে দৌড়চ্ছে, সামনে যেই প্রাণী পাচ্ছে, তার পেছনেই ছুটছে। সে সময় থেকেই প্রাণীর প্রতি তার এক অদম্য টান তৈরি হয়েছিল। তাদের চলাফেরা, শক্তি-দুর্বলতা, অভ্যাস—সবকিছু গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতেন। এভাবেই...






