দে দোল দোল দোল, তোল পাল তোল চল ভাসি সবকিছু তাইগ্যা, মোর পানিতে ঘর, বন্দরে আসি তোর লাইগ্যা দে দোল দোল দোল….. ছেলেবেলায় শোনা এই গানটির মর্মার্থ ছিলো দেবীর প্রতি এক কুমারী মেয়ের আকুতি- ‘আমার বন্ধু সাগরে গিয়েছে, তাই হে গঙ্গা মা, তুমি তাকে রক্ষা কোরো’। এমন অসংখ্য গান-গল্প-গাঁথা-কাহিনী-কাব্য রচিত...