বিশ্বজয়ের ইতিহাসে পৃথিবী দাঁপিয়ে বেড়ানো যোদ্ধাদের কথা উঠলে সুপরিচিত আলেকজান্ডার দ্য গ্রেট কিংবা চেঙ্গিস খানের কথাই আমাদের মনে পড়ে। এমনকি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে সম্রাট বাবরের নামও সাধারণ মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। অথচ চেঙ্গিস খানেরই বংশধর এবং বাবরের পূর্বসূরিদের মধ্যেই একজন...