ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের শুরুর গল্পটা যেমন জটিল ছিলো, তেমনি জটিল ছিলো এর পতনের গল্পটাও। তবে ভারতবর্ষের বিভিন্ন স্থানে নির্মিত বিশাল বিশাল বৌদ্ধ বিহারগুলো কিন্তু আজও বৌদ্ধ ধর্মের প্রতিপত্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। সাধারণত বিশাল কোনো বৌদ্ধ বিহারের কথা উঠলেই বর্তমান ভারতের নালন্দা মহাবিহারের কথাই...