খ্রিস্টপূর্ব ৩৩৪ সাল। ইতিহাসের বিখ্যাত গ্রেনিকাসের যুদ্ধ চলছে। মেসিডোনিয়ান বীর আলেকজান্ডার দ্য গ্রেট ভীষণ প্রতাপ নিয়ে লড়ছেন যুদ্ধক্ষেত্রে। তার সাথে মেসিডোনিয়ার আরও একজন বীর সৈনিক লড়ে চলেছেন, তার নাম ক্লেইটাস। যুদ্ধক্ষেত্রে ক্লেইটাস আলেকজান্ডারের প্রতাপকেও যেনো হার মানিয়েছেন। সুযোগ মতো...