এই বিশ্বের সবকিছুরই উত্থানের পেছনে থাকে এক বা একাধিক গল্প। কোন কোন গল্প নাটকীয়, কোনটি বেদনাদায়ক, কোনটি উত্তাল, আবার কোনটি চিরাচরিত, সাধারণ। যেমন, বীজ থেকে বের হওয়া চারাটি ফুঁড়ে উঠার সময় মাটিতে সৃষ্টি করে এক উত্তাল। প্রতিদিন সূর্যের উত্থান এনে দেয় সৌন্দর্য্য। তেমনি কোন কোন সাম্রাজ্যের উত্থান হয়...