হরপ্পার সিল বা ট্যাবলেট গুলিতে বেশ কয়েকটি প্রাণীর ছবি দেখতে পাওয়া যায় l তার মধ্যে আবার আটটি প্রাণী সবচেয়ে বেশি দেখা যায় l এর মধ্যে চারটি তৃণভূমির বন্য প্রাণী: গণ্ডার, হাতি, মহিষ এবং বাঘ এদের ছবি দেখা যায় । যে সিল-ট্যাবলেটগুলি পাওয়া গিয়েছে তার সম্পূর্ণ নমুনার মধ্যে এগুলি র সংখ্যা খুব বেশী...