খ্রিস্টপূর্ব ১৩ শতকের প্রথম দিকে উনিশতম রাজবংশের প্রথম ফারাও প্রথম রামেসিসের ছেলে প্রথম সেটি ফারাও হবার পর পরই উপকূলীয় গুরুত্বপূর্ণ রাজ্য আমুরু জয়ের জন্য অগ্রসর হন। তার সঙ্গে তার ছেলে দ্বিতীয় রামেসিস বা রামেসিস দ্য গ্রেটও ছিলেন। তারা একত্রে কেনান ও কাদেশ জয় করেন এবং আমুরু রাজ্যকে পদানত করতে সমর্থ...