মিশরের সবচেয়ে শক্তিশালী রাজার দীর্ঘায়ুই পরিণত হয়েছিলো তার বেদনার কারণে। প্রথম সেটির মৃত্যুর আগেই দ্বিতীয় রামেসিসকে ফারাও হিসেবে প্রস্তুত করবার প্রচেষ্টা শুরু হয়ে গিয়েহিলো। ক্রাউন প্রিন্স হিসেবেই বেড়ে উঠতে থাকেন রামেসিস। বাবার সাথে সিরিয়ার অভিযানে যেতেও তাকে দেখা গিয়েছে। মিশরে তার বাবার পাশে...