মিশরীয় পিরামিড, একমাত্র স্থাপনা হিসেবে ৪৫০০ বছর ধরে আমাদের মাঝে বিস্ময় তৈরী করে ঠাঁয় দাঁড়িয়ে আছে। 'দ্য গ্রেট পিরামিড অফ গিজা' বলা হয় ফারাও খুফুর নির্মিত পিরামিডকে, যেটি প্রায় ১৪৭ মিটার উঁচু। গিজার এই স্থানে পরবর্তীতে আরও দুটি পিরামিড নির্মিত হয়েছিলো। গিজার গ্রেট পিরামিডের চেয়ে অপেক্ষাকৃত...