ভারতীয় উপমহাদেশে সতেরো শতাব্দীর কথা উঠলেই সবার আগে যে নামটি উচ্চারিত হয়, সেটি হচ্ছে মীর জুমলা। একজন লড়াকু ও কৌশলী মানুষ হিসেবে মীর জুমলার জীবন কাহিনী অবশ্যই মনোযোগ ও সম্মান পাবার দাবি রাখে। তুচ্ছ অবস্থা থেকে কি করে সফলতার শিখরে আরোহণ করতে হয়, তার এক উৎকৃষ্ট উদাহরণ হলেন মীর জুমলা। দক্ষিণ ভারতবর্ষের...