আমেরিকা; ইউরোপের শাসন থেকে সদ্য স্বাধীনতা লাভকারী কৃষিনির্ভর মহাদেশ। ব্যবসা-বাণিজ্য কিংবা শিল্পোন্নোয়নের ধারে-কাছেও নেই আমেরিকা। তুলা চাষ, নীল চাষ প্রভৃতিই সাধারণ মানুষের জীবিকার মাধ্যম। হবেই বা না কেনো? খ্রিস্টান ধর্মের আদর্শ তো তা-ই বলে। তা ছাড়া ফ্রেঞ্চদের ‘জমিন্নোয়ন’ বা ‘জমি চাষ’ এর উপর...