প্রতিদিন কাঁচের তৈরী নানা রকম জিনিস আমরা ব্যবহার করে থাকি। কিন্তু কাঁচ কিভাবে তৈরী হলো কিংবা ‘গ্লাস’ শব্দটিই বা আমাদের ডিকশনারীতে কোথা থেকে এলো, তা আমরা কয় জন ভেবে দেখেছি? ইন্দো-ইউরোপীয় ভাষায় ‘ঘেল’ নামে একটি শব্দ ছিলো, যার অর্থ ছিলো ‘চকমকে বস্তু’। সেই শব্দ থেকেই পশ্চিম জার্মানিতে ‘গ্লাসাম’ শব্দটি...