তরতর করে বয়ে চলছে এক নৌকা। নৌকায় বসা কয়েকজন বিদেশি । গ্রামের কৌতূহলী লোকজন ঘুরে ঘুরে তাদের দেখছে। সময়টা ১৬ শতকের দ্বিতীয় দশক। নৌকায় বসা কয়েকজন পর্তুগিজ রাজ- প্রতিনিধি। তারা যাচ্ছে বাংলার সুলতান নাসির উদ্দিন শাহের দরবারে। যাত্রীরা দুই দিকের গ্রামের দৃশ্য উপভোগ করছে। তারা দেখতে পেল ধানের...