আমাদের পূর্বপুরুষরা তিন থেকে পাঁচ হাজার বছর আগে এমন সব স্থাপত্য গড়ে তুলেছিল, যা আজও বিস্ময়ে আমাদের অভিভূত করে। তখন তাদের হাতে ছিলনা আধুনিক কোনোযন্ত্র। সীমিত প্রযুক্তি দিয়েই তারা এগুলোকে গড়েছিল। মিশরের আকাশছোঁয়া পিরামিড, মেসোপটেমিয়ার দেবালয় জিগুরাত, কিংবা ক্রিট দ্বীপের মাইনান প্রাসাদ আর...










