আঠারো শতকের দিকে নীল নদের পূর্ব তীরে মধ্য মিশরের মরুভূমি অঞ্চলে এক বন্ধ্যা এলাকায় খুঁজে পাওয়া যায় একটি শহরের ধ্বংসাবশেষ, আজও পর্যন্ত যেখানে নতুন কিছু খুঁজে পাওয়ার চেষ্টা অব্যাহত আছে। শহরটির নাম ‘আমার্না’। বিশ্বের প্রথম একেশ্বরবাদ প্রতিষ্ঠায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পূর্ব দিকে মুখ করে থাকা এ...














