প্রায় চার হাজার বছর আগের কথা। দেবী ইশতারের পূজোয় নিবেদিত একজন নারী পুরোহিত চোখের অশ্রু মুছতে মুছতে ইউফ্রেটিস নদীর দিকে যাচ্ছেন। কোলে তার নবজাতক শিশু। একটি ঝুড়ির মধ্যে প্রাণপ্রিয় সন্তানটিকে শুইয়ে দিয়ে ভাসিয়ে দিলেন ইউফ্রেটিস নদীর স্রোতে। কুমারী মাতা তিনি। গোপনে জন্ম দেয়া এই সন্তানকে তো তিনি চাইলেও...