লক্ষ্ণৌয়ের রেসিডেন্সিতে ঢুকে মনে হলো প্রায় ভূতের রাজ্যে ঢুকে পড়েছি। চারদিকে ইটের সারি সারি ভাঙা বাড়ি ও থাম উঁচিয়ে আছে, যাদের গায়ে এখনও কামান ও বন্দুকের গুলির দাগ লেগে আছে। লক্ষ্ণৌ রাজ্যের রাজধানী ছিলো ফৈজাবাদ। নবাব আসফ-উদ-দৌলা সেই রাজধানী সরিয়ে আনলেন লক্ষ্ণৌতে। পিছন...