গত শতাব্দীতে নিউসাউথ ওয়েল্স্ –এর নিজ বাড়ী থেকে শাউন কর্ট নামে একজন লোক লাপাত্তা হয়ে গেল। বহুদিন তার কোন খোঁজ খাবর নেই। লোকে মনে করলো যুগ যুগ ধরে স্বর্ণ খনির খোঁজে দেশ ছেড়ে বিদেশে যারা পাড়ি জমিয়েছে, এও হয়তো তাদের পথ অনুসরণ করেছে।
দিন যায় মাস যায় এভাবে বেশ কয়েক বছর কেটে গেল। ধীরে ধীরে লোক তার কথা প্রায় ভুলেই গেল।
এরমধ্যে ঐ অঞ্চলে একজন নবাগতের আবির্ভাব ঘটলো। স্বপ্নে সে স্পষ্ট এমন কিছু দেখলো-যা স্থানীয় পুলিশকে তাদের তল্লাসী চালাতে সুযোগ করে দিল। আগন্তুকের কথামত কর্ট-যা স্থানে কাজ করতো সেই স্থানের নির্দিষ্ট একটি অঞ্চল খুঁড়ে তার মৃতদেহ আবিষ্কৃত হল। মৃতদেহের মাথার খুলিতে শক্ত কিছু দিয়ে বার বার আঘাতের সুস্পষ্ট চিহ্ন পাওয়া গেল। কর্টের চাকুরীদাতাকে এই হত্যার দায়ে গ্রেপ্তার করা হল।
তারপর দীর্ঘদিন বিচারের পর তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যু দণ্ড দেওয়া হল। এবং এভাবেই সত্যিকারের দোষীকে খুঁজে পেতে সাহায্য করে আগন্তুক লোকটির স্বপ্ন। আশ্চর্য হলেও ঘটনাটি সত্যি !!
Images collected from Google