‘আলপনা গ্রাম’ নাম শুনে প্রথমেই মনে হয় নিশ্চয়ই অনেক রঙের নকশা রাঙানো একটি গ্রাম। আর তা আমাদের বাংলাদেশেই অবস্থিত। চাঁপাই নবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে অবস্থিত টিকোইল গ্রাম। কাগজে বা দাপ্তরিক নাম থাকলেও আলপনা গ্রাম হিসেবে বেশী পরিচিত। আর আলপনার মূল কারিগর হচ্ছেন প্রতিটি পরিবারের গৃহিনীরা। গ্রামের সৌন্দর্য দেখে মন জুড়ে যাবে। পূজা পার্বণে টিকোইল গ্রামের নারীরা বাড়ির দেয়াল গুলোতে সবচেয়ে বেশি আলপনা আঁকেন, যা বছর ধরে শোভা পায়। প্রতিটি বাড়িই যেন একেকটা শিল্পকর্ম। বংশ পরম্পরায় নারীরা এসব এঁকে আসছেন।

দেয়ালজুড়ে আলপনায় আছে ফুল, পাখি আর গাছগাছালির প্রতিরূপ। গ্রামের বধুরা, জননীরা তাদের হাতের মমতাময় ছোয়ায় এই ঐতিহ্যকে চলমান রেখেছেন যুগের পর যুগ। একটা সময় খড়িমাটি, লালমাটি, পুই এর বিচি ও গাছপালার কষ দিয়ে তৈরি হতো রং। একে টেকসই করতে গুড়ো রং এর ব্যবহার বেড়েছে। ছবি দেখে মুগ্ধ হয়ে বিদেশ থেকে অনেক দর্শণার্থী এই গ্রাম দেখতে আসেন। পূর্বসুরীদের হাত ধরে আগামী প্রজন্মও এই ধারা অব্যাহত রাখবে এই আশা করা যায়।