সম্প্রতি চীনের শানসি প্রদেশের রাজধানী শিনে সম্রাট কিনশিহুয়াংয়ের সমাধিতে নতুন আরো পোড়ামাটির সৈনিক মূর্তি পাওয়া গেছে। এর মাধ্যমে হাজার বছর আগে কিন রাজবংশের সৈন্যদের প্রকৃত অবস্থা ও তাদের সাজ-পোষাক সম্পর্কে ভালোভাবে জানা যাবে। চীনের কিন রাজবংশের সময়কাল ২২১-২০৬ খৃষ্টপূর্বাব্দ। তারা আধুনিক যুগের মতো একইভাবে সারিবদ্ধভাবে দাঁড়ানো। এমনকি প্রতœতাত্তি¡কদের মতে, এখানে মিলিটারি পদমর্যাদার পাঁচটি পৃথক র্যাংক বা খেতাব পাওয়া ২২০ টির মতো নতুন পোড়ামাটির যোদ্ধাদের সন্ধান মিলেছে। চীনের কালচারাল একাডেমি থেকে জানা যায়, নতুন পোড়ামাটির সৈনিক মূর্তি পাওয়া আমাদের জন্য খুবই চমকপ্রদ ঘটনা। এই খনন কাজ প্রায় ১০ বছর ধরে চলছে। সম্রাট কিনশিহুয়াংয়ের সমাধি এলাকাটি ৪০০ বর্গমিটার জুড়ে অবস্থিত। এই খননের নেতা লিউ বলেন, যোদ্ধা সৈনিক ছাড়া এখানে আরো ১২ টি ঘোড়া ও বহু সামরিক অস্ত্র পাওয়া গেছে।
Images Taken from Google.