১৭৫০ সালের আগস্ট, কলকাতায় এই প্রথম পা রাখলেন একজন আইরিশ যুবক। নাম অগাস্টাস হিকি। অল্প বয়স। সুদূর আয়ারল্যান্ড থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কলকাতা এসেছেন ভাগ্যের সন্ধ্যানে। ততদিনে কলকাতা বহির্বিশ্বের কাছে হয়ে উঠেছে “প্রাসাদ নগরী"। সবাই জানে কলকাতায় টাকা উড়ছে। সুতরাং একবার ঠিক মত খুটি গাড়তে পারলে...