১৭২২ সাল। চিলিতে পৌঁছেছেন অ্যাডমিরাল জ্যাকব রেগেভিন ও তার দল। একটি ডাচ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রেগেভিন। উদ্দেশ্য চিলি থেকে প্রায় ২২০০ মাইল দূরের একটি দ্বীপ ভ্রমণ, যেখানে অনেক অনেক বছর আগে ‘রাপা নুই’ নামে এক জাতির বসবাস ছিলো। দ্বীপটি চিলিরই মালিকানাধীন বর্তমানে। রাপা নুইদের এই দ্বীপের কথা অনেক...