অন্দরমহল থেকে প্রভাবশালী রাজনৈতিক প্রতিষ্ঠানের ইতিবৃত্ত তার্কিশ ড্রামা সিরিজ সুলতান সুলেমানের মাধ্যমে অনেকেই রাজকীয় হারেম শব্দটার সাথে পরিচিত। রাজ মহিলাদের বিশেষ করে রাজ মাতা, রাজার স্ত্রী, কন্যা, দাসী এবং খোজাদের নিয়ে গঠিত হতো হারেম। ভারতীয় উপমহাদেশে যেটি ছিল জেনানা, অটোমান সালতানাতে ছিল হারেম...