উত্তর ইউরোপের ভাইকিংরা বিশ্বে দুর্ধর্ষ জলদস্যু হিসেবেই বেশী পরিচিত। দ্রুততম জলযান ব্যবহার করে তারা অভিযানে যেত বিভিন্ন অঞ্চলে, লুট করে আনতো সম্পদ। ঐতিহাসিকদের মতে, সপ্তম এবং দশম শতাব্দীর মধ্যে স্ক্যান্ডিনেভিয়া (সুইডেন, নরওয়ে, ডেনমার্ক) থেকে বাল্টিক এবং কৃষ্ণ সাগরের মধ্যবর্তী ইউরোপে বসবাসকারী...












