মুঘল শিবির-নীতিতে দুধরণের শিবির পাতার রীতি ছিল ক) ছোট ছোট কাজে বেরোনো যেমন শিকার করা, উৎসব অনুষ্ঠানে যোগ দেওয়া, শুধুই প্রাসাদের বাইরে নদীর তীরে বা পরিকল্পিত বাগানে রাতের পর রাত আনন্দে কাটানো ইত্যাদির শিবির আর খ) বিশালাকায় শিবির যেমন দূর প্রদেশে প্রশাসনিক বা রাজকীয় ভ্রমণ বা যুদ্ধযাত্রা। আমরা এখন যে...