ভারত উপমহদেশের উর্বরতা ও প্রাচুর্যের কারণে বিভিন্ন দেশের লোকেরা এখানে আসত এবং দেশ বিজয় করে শাসন করেছে। যেমন- গ্রিক, শক, হুন, মঙ্গল সহ বিভিন্ন জাতি এদেশের মাটিতে রাজত্ব করে গেছেন। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে পর্তুগিজ, ইংরেজরাও সেভাবে এসেছে। দাক্ষিণাত্যের দিকে তাকালেও দেখব, হাবশিরা সেখানে শাসন...