ফ্রান্সের পুরোনো রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও বিশেষ সুবিধাভোগী শ্রেণীর বিরুদ্ধে কফিনের শেষ পেরেকটা ছিল ফরাসি জনগণের বাস্তিল দুর্গ আক্রমণ। বি (বিশেষ) + প্লব (প্লাবন) থেকে বিপ্লব কথাটার উৎপত্তি। ইতিহাসে বিপ্লব বলতে বোঝায় রাষ্ট্র, সমাজ, শিল্প বা কোনো প্রচলিত ব্যবস্থার অতি দ্রুত আমূল পরিবর্তন। সেই অর্থে...