ঐ তো, চলে এসেছে ছেলেটা। জানতাম, সে আসবেই। প্রতি বছরই তো আসে। প্রতি বছর আরবী মহররম মাসের ১০ তারিখে গলায় ছোট কাঁটা চিহ্নের ছেলেটিকে দেখা যায় তাজিয়া মিছিলে অংশগ্রহণ করতে। কিন্তু অদ্ভূতভাবে লক্ষণীয় বিষয় হলো, ছেলেটির মাথা মুন্ডিত ও লম্বা টিকিযুক্ত এবং গলায়ও রয়েছে উপবীত। ঠিক যেনো একজন ব্রাহ্মণ হিন্দু।...