১৯৪৫ সালের ৮ই মে; নাৎসি জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করলে ইউরোপে দীর্ঘ ৬ বছরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতি ঘটে। যদিও এশিয়ায় তখনও জাপানের সাথে যুদ্ধ অব্যাহত। যুদ্ধোত্তর জার্মানি তথা ইউরোপের দিশা খোঁজার লক্ষ্যে Allied Control Council তৈরি করা হল। মিত্রপক্ষের তরফে জার্মানিকে ফরাসি, ব্রিটিশ, মার্কিন ও...