জেরুসালেম, অত্যন্ত প্রাচীন একটি শহর। আব্রাহামীয় ধর্মীয় বিশ্বাসের প্রধান তিন সম্প্রদায়, খ্রিষ্টান, ইহুদি এবং মুসলমানদের কাছে এ'টি একটি পবিত্র নগর। জেরুসালেম কখনো ছিল না প্রাচুর্য্যময়। কিন্তু এই সম্পদহীন নগরকে কেন্দ্র করেই হয়েছে অসংখ্য বিবাদ-সংঘাত, প্রাণহানি হয়েছে অগণিত মানুষের, একে করায়ত্ত করতে...