ঊনিশ শতকে বাংলার সমাজজীবনের চিত্র যেসব সাহিত্যে প্রতিফলিত হয়েছে সেগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল দীনবন্ধু মিত্রের লেখা নাটক 'নীলদর্পণ' । নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের শোষণ, অত্যাচারের বিরুদ্ধে দীনবন্ধু মিত্র 'নীলদর্পণ' নাটকটি ১৮৬০ খ্রিস্টাব্দে রচনা করেন । এটি বাংলার প্রথম বাংলা ভাষায় নাটক...