আধুনিকতায় গা ভাসিয়ে বা বলতে পারি অত্যাধুনিকতার ফিরিস্তি তুলে হয়ত অনেক কিছু ভুলে থাকা/রাখা যায়, তবে শিখড়ের বন্ধন বলে মানব সমাজে যে চরম সত্য আছে সেটাকে মনে হয় জোর করে কৃত্রিমতায় ঢেকে, বাছ-বিচারের মাত্রায় রেখে, সামনে এগিয়ে যাওয়াটা অনেকক্ষেত্রেই বোধহয় সম্ভব হয় না। সম্ভব-অসম্ভব অবশ্য নির্ভর...