যিনি ছিলেন ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের স্থপতি এবং প্রথম মোগল সম্রাট, সেই বাবরকে নিয়েই এই ছোট্র 'সিটি ট্যুর'। ১৪৯৪ সালে বাবর মাত্র এগার-বারো বছর বয়সে বাবার উত্তরাধিকারী হিসেবে বর্তমান উজবেকিস্তানের (তখন বলা হতো Fergana) সিংহাসনে বসেন। আমরা জানি, বাবর ছিলেন তৈমুর লং এবং...