এই রহস্যময় জলাশয়ের স্থানীয় নাম কঙ্কাল হ্রদ। অবস্থান হিমালয়ের পাদদেশে উত্তরাখণ্ড রাজ্যের চমোলি জেলায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ষোল হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই হ্রদের পরিচিত নাম রূপকুণ্ড৷ মূলত হিমবাহের গা ঘেঁষা এই উপত্যকা বছরের বেশিরভাগ সময় তুষারাবৃত থাকে। তবে...