এসেস্কের ষ্টুর নদীর উত্তর তীরে ভিক্টোরীয় যুগের একটি পোড়ে বাড়ী ঠায় দাঁড়িয়ে আছে। কালের সাক্ষী স্বরূপ এই বাড়ীটির ভগ্নদশা দেখে জনমনে আতঙ্কের সঞ্চার হয়। স্যাঁতসেতে ঘর-দুয়ার, ভাঙা দরোজা জানালা, এদিক সেদিকে আগাছার জঙ্গল — সব মিলিয়ে পরিবেশটি রীতিমত বিভীষিকাময় —...