দিল্লির হযরত নিজামুদ্দীন দরগাহ কমপ্লেক্সে মধ্যযুগীয় কবিগুরু আমির খসরুর সমাধিসৌধ রয়েছে, যার ভক্ত দিল্লির সুলতানি আমল থেকে আজও বর্তমান রয়েছে। আমির খসরুর গজল এবং কবিতা শুধু দক্ষিণ এশিয়ার সুফি দরগাহের কাওয়ালীদের মধ্যেই শোনা যায় না, এমনকি আজকের বলিউডের সিনেমার গানের...