স্বধীনচেতা মীরকাশিম শুল্ক রদ করেন বিশ্বে এই প্রথম কোনও সরকারশুল্ক রদ করল ১৭৬০ সালে ক্লাইভ বিলেত চলে যান। তার পৃষ্ঠপোষক ও অভিভাবক হারিয়ে মীরজাফর অসহায় হয়ে পড়েন। তা ছাড়া খড়কুটো ধরে বাঁচার লক্ষ্যে ওলন্দাজদের সাথে ষড়যন্ত্র করার পর তিনি ইংরেজদের বিশ্বাস ও সমর্থন...