এ পৃথিবীতে কত কিছুই ঘটে-বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। প্রখর রৌদ্রকরোজ্জ্বল এক মধ্যাহ্ন। মার্তণ্ডদেব প্রচণ্ড তেজে তাপ বিকিরণ করে চলেছেন। রোদের তেজে সেদিন চারদিক যেন ঝলসে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার ফল্স্ উপসাগরের তীরবর্তী এক অন্তরীপ-প্রতিম দেশ। সমুদ্রের পানির উপর...