পালকি একটি ঐতিহ্যবাহী প্রাচীন বাহন। পালকিতে চড়ে বউ শ্বশুরবাড়ি যায় , হুনহুনারে হুনহুনা গান গেয়ে বেহারারা দ্রুত পায়ে রওয়ানা দেয়, বউকে যথাস্থানে পৌঁছানোর জন্য। সন্ধ্যার আগে পৌঁছাতে হবে, পথে ডাকাতের ভয় আছে। গানের সুরে সুরে সমস্ত ক্লান্তি ভুলে গ্রামের মেঠোপথ...






