মার্ক টোয়েন এবং ধূমকেতু হ্যালি ! আমি ধূমকেতু নিয়ে এই পৃথিবীতে এসেছি এবং এটির সাথে চলে যাব,” টোয়েন ১৯০৯ সালে লিখেছিলেন। আশ্চর্যের বিষয় !! তাই না?
হ্যালির ধূমকেতু প্রতি ৭৬ বছর পরে একবারে আমাদের পৃথিবীতে দর্শন দেয় ।
লেখক মার্ক টোয়েন ১৮৩৫ সালে জন্মগ্রহণ করেছিলেন, আর তার জন্মের দিন হ্যালির ধূমকেতু পৃথিবীর কাছে উড়েছিল ,এবং যখন তিনি ১৯১০ সালে তিনি মারা যান, ওই ধূমকেতুটি আবার পৃথিবীর কক্ষপথের কাছে এসে উপস্থিত হয়েছিল l
————————————————————————-
টোয়েইনের জন্ম হয়েছিলো পৃথিবীর আকাশে হ্যালির ধূমকেতু আবির্ভাবের পরেই। তিনি ধারণা করতেন হ্যালির ধূমকেতুর সাথে সাথেই তিনি আবার পৃথিবী ছেড়ে চলে যাবেন। অবাক করা ব্যাপার হচ্ছে তিনি সত্যি সত্যিই হ্যালির ধূমকেতুর পুনরায় প্রত্যাবর্তনের পরদিনই পরলোকগমণ করেন।
কে ছিলেন এই মার্ক টোয়েইন?
“স্যামুয়েল ল্যাঙ্গহোর্ণ ক্লিমেন্স ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক। হ্যাঁ,তিনি “মার্ক টোয়েইন” ছদ্মনামেই বেশি পরিচিত। টোয়েইনকে অভিহিত করা হতো তার সময়ের সর্বশেষ্ঠ রম্যকার হিসেবে,”এবং উইলিয়াম ফকনার টোয়েইনকে আখ্যায়িত করেছিলেন ” আমেরিকান সাহিত্যের জনক হিসেবে।