সারা বিশ্বের মানুষ এখন চেয়ে আছে একটি টিকার জন্য। গত ৯ মাসে বিশ্বকে রীতিমতো ওলটপালট করে দিয়েছে করোনা নামের ভাইরাস। জীবন ও জীবিকা দুটির জন্যই এখন বড় প্রশ্ন হলো, কবে আসছে টিকা। কারা প্রথমে তৈরি করছে করোনার টিকা। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ হলো, টিকা এল কিন্তু কোনো আন্তর্জাতিক সংস্থা যদি এতে হস্তক্ষেপ না করে তবে কি এটি সর্বস্তরে পৌঁছাবে। উত্তর যে না, তা নিশ্চিত করেই বলা যায়। কোনো হস্তক্ষেপ ছাড়া পৃথিবীর সবচেয়ে গরিব দেশটি সবার পরেই এই টিকা পাবে।
যেমন এশিয়া ও আফ্রিকার কিছু দেশ টিকা পাওয়ার জন্য চুক্তি নিয়ে আলোচনা করলেও বেশির ভাগ এশিয়া ও আফ্রিকার দেশই এই আলোচনায় নেই। এমনকি যারা চুক্তির জন্য আলোচনা করেছে, তারা যে এটি তৈরি হলেই পাবে, এমন গ্যারান্টি নেই। আবার যতটা পাবে, তা কতটা জনগোষ্ঠীর মধ্যে বণ্টন করা সম্ভব হবে, তা–ও এখনো অজানা। সরকারগুলো ভ্যাকসিনের ক্ষেত্রে আংশিক বা পুরোপুরি ভর্তুকি না দিলে, তা দরিদ্রদের জন্য অযোগ্য থাকবে—এমনটা বলাই যায়। কিছু দেশ নিখরচায় ভ্যাকসিন সরবরাহ করার পরিকল্পনাও করছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভ্যাকসিনের কারণে দরিদ্র দেশে করোনা থেকে গেলে, তা থেকে রেহাই মিলবে না কোনো দেশেরই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘আমাদের ভ্যাকসিন জাতীয়তাবাদ রোধ করতে হবে।’