ইংল্যান্ডের পূর্ব ইয়র্কশায়ারে একজন সেল্টিক যোদ্ধার কবর আবিষ্কৃত হয়েছে। সেই কবরে পাওয়া গিয়েছে কিছু অস্ত্র, ঢাল ও কংকাল। সেই কঙ্কালটি ছিল একটি ঘোড়ার। প্রাচীন সেল্টিক যোদ্ধারা ঘোড়ার গাড়ির তৈরী রথে করে যাতায়াত করতো। তারা তাদের এই রথকে ভীষণ ভালোবাসতো। সেই সময় যোদ্ধার মৃতদেহের সাথে তাদের রথকেও কবর দেয়া হতো। তারা মনে করতো মৃত্যু পরবর্তী জীবনে এই রথ তাদেরকে পৌঁছে দিতে সাহায্য করবে। পরবর্তী যুগে আরো মানুষকে এখানে কবর দেয়া হলেও, কোনো ঘোড়াকে কবর দেয়া হয়নি। আর তাতেই প্রত্নতাত্ত্বিকরা অবাক হয়ে গেছেন।
সেই কবরে যে ঢালটি পাওয়া গিয়েছিলো তা ছিল ২০০০ বছরের পুরোনো। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন, এটি ১০ লক্ষ বছরের মধ্যে সবথেকে পুরোনো সেল্টিক আর্ট। ঢালটির নকশা দেখে তেমন কিছু বুঝতে না পারলেও ধারণা করা হয়, ঢালটি লৌহ যুগে তৈরী করা হয়েছিল। যদিও ঢালটি কয়েকবার মেরামত করা হয়েছিল কিন্তু এটি কোনো যুদ্ধে ব্যবহৃত হয়নি। ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার-এর এই আবিষ্কার সারা বিশ্বে সারা ফেলে দিয়েছিলো। বিশ্বের এইসব প্রত্নতাত্ত্বিকদের সহায়তায় আমরা আরও নতুন নতুন আবিষ্কার সম্বন্ধে জানতে পারবো।

During the course of excavations at Pocklington, 74 square barrows were discovered, making it the largest scale investigation of such a site for 30 years.

A clear view of the arrangement of the horses in the Pocklington chariot burial.