যে ভারতে বহুবিবাহ নিষিদ্ধ , সেই ভারতেই দুটি , তিনটি বা তার অধিক বিয়ে করার প্রথা রমরমিয়ে চলছে সমাজের নারী পুরুষ সকলের সমর্থনে। ভাবতে পারেন ? হ্যাঁ, এমনটাই ঘটে মহারাষ্ট্রের থানে জেলার ডেঙ্গানমল গ্রামে। মুম্বই থেকে মাত্র দেড়শ কিমি দূরের এই গ্রামে অধিকাংশ পুরুষই কমবেশি তিনজন স্ত্রীকে নিয়ে সংসার করেন। বিয়ে করার কারণ হচ্ছে পরিবারে জল আনার লোকের সংখ্যা বাড়ানো! যাতে দুই স্ত্রী জল বয়ে আনবেন, অন্যজন হেঁশেল সামলাবেন, গৃহস্থালির কাজ করবেন। এমনিতে 3/ 4 কিমি দূর থেকে পায়ে হেঁটে চড়াই উৎরাই পথ পেরিয়ে জল আনতে হয়।গ্রীষ্মকালে তো যাতায়াত , কুয়োতে লাইন দেওয়া মিলিয়ে প্রায় ১২ ঘন্টা সময় লাগে। মহিলারাই এই জল আনার কাজ করে থাকেন। প্রতি বার ১৫ লিটারের দু’টি কলসি বয়ে আনেন মহিলারা। এই স্ত্রী দের বলা হয় ‘পানিবিবি’ ( water wives)।নিজেদের কাজের ভার হালকা করার জন্য প্রথম বা দ্বিতীয় স্ত্রীও উৎসাহ দেন স্বামীকে আরো বিবাহ করতে !!গ্রামের পুরুষরা বুঝে গিয়েছেন, বহুবিবাহই জল সমস্যা মেটানোর সহজতম রাস্তা। বাড়িতে বউয়ের সংখ্যা যত বাড়বে, তত বাড়বে জল আনার হাত ও কলসির সংখ্যা। নিতান্ত গরিব গ্রামবাসীরা একটি ঘরের মধ্যেই চাদর বা পর্দা টাঙিয়ে করে নেন একাধিক বৌয়ের শোয়ার ব্যবস্থা। ভারী কলসি নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অনেকেই হয়ে পড়েন অসুস্থ, আঘাতগ্রস্ত। তবুও জলের জন্য সরকার কোনও ব্যবস্থাই করেনি। নারীর স্বাচ্ছন্দ্য ই যেখানে কষ্টার্জিত কল্পনা, নারী স্বাধিকার সেখানে কি বস্তু ?