অজানা, অচেনা এবং নামহীন এক যুবতীর প্রতিকৃতি l এই ধরনের অসাধারণ প্রতিকৃতি এই নারীর আত্মাকে অমরত্ব অর্জনে সহায়তা করবে এই বিশ্বাস থেকে তার মমির ওপর অংকন করে রাখা হয়েছে তারই প্রতিকৃতি l এটি রোমান আমলে দ্বিতীয় শতাব্দীর প্রথম দিকে, প্রায় ১৩০ খ্রিস্টাব্দের তৈরি l
প্রায় এক হাজারের মত এ ধরনের মমি ও তার বাকসো পাওয়া গিয়েছে l বিশ্বের বিভিন্ন যাদুঘরের এ গুলি সংগ্রহ করে রাখা হয়েছে l এ গুলো ‘ফায়ুম প্রতিকৃতি’ হিসাবে পরিচিত l এই প্রতিকৃতি এখন ফ্রান্সের প্যারিসের লুভের যাদুঘরে রক্ষিত আছে l