অজানা, অচেনা এবং নামহীন এক যুবতীর প্রতিকৃতি l এই ধরনের অসাধারণ প্রতিকৃতি এই নারীর আত্মাকে অমরত্ব অর্জনে সহায়তা করবে এই বিশ্বাস থেকে তার মমির ওপর অংকন করে রাখা হয়েছে তারই প্রতিকৃতি l এটি রোমান আমলে দ্বিতীয় শতাব্দীর প্রথম দিকে, প্রায় ১৩০ খ্রিস্টাব্দের তৈরি l
![](https://bangla.staycurioussis.com/wp-content/uploads/2020/08/Fayum-34-168x300.jpg)
একটি ফায়ুম মমির প্রতিকৃতি