বুধগ্রহের একটি জ্বালামুখের নামকরণ হয়েছে বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের নামে। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান পরিষদ সিদ্ধান্ত নেয়, মানবসভ্যতার মহানতম কীর্তিগুলো যাদের হাত থেকে এসেছে, তাদের নামে বুধগ্রহের সবগুলো জ্বালামুখের নামকরণ করা হবে । সেই তালিকায় আছেন তলস্তয়, বিথোভেন এর মতো মহারথীরা ।

এই আবেদিন ক্র্যাটারের ব্যাস ১১০ কিলোমিটার । জয়নুল আবেদিনের নামে এই ক্র্যাটারের নামকরণ হয়েছে আট বছরের ও বেশি হলো । ভীষণ গর্বের ব্যাপার নিঃসন্দেহে! আমাদের সকলের নশ্বর দেহ ৪০ বছরের মধ্যে বিলীন হয়ে যাবে , অথচ রাতের আকাশে জ্বলজ্বল করবে জয়নুলের নাম ! ব্রহ্মপুত্র নদের তীরে যেই ছেলেটা কাশবনে বসে ছবি আঁকতো, কে ভেবেছিল সে একদিন এতো করিৎকর্মা হবে যে তার নাম আক্ষরিক অর্থেই ছড়িয়ে পড়বে পৃথিবী ছাপিয়ে মহাকাশে!

লেখিকাঃ  Shila Chowdhury