Image source: Google

পম্পেইয়ের ধ্বংসাবশেষে ২০০০ বছরের পুরানো রুটি পাওয়া গেছে !!
পম্পেই নগরী হল একটি ধ্বংসপ্রাপ্ত রোমান ছোট নগর; ইতালির কাম্পানিয়া অঞ্চলের আধুনিক নেপলসের কাছে পম্পেই ইউনিয়নে এর অবস্থান। ৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরির দুই দিনব্যাপী সর্বনাশা অগ্নুৎপাতে পম্পেই নগরী সম্পূর্ণভাবে পুড়ে ধ্বংস হয়ে গিয়েছিলো। ৬০ ফুট উঁচু ছাই এবং ঝামা পাথর এর নিচে শহরটি চাপা পড়ে যায়।

Image source: Google

পম্পেই নগরীতে ছিল বেশ কয়েকটা বেকারির কারখানা। সেখানে দেখা গেল বিভিন্ন ধরনের চুলা, নানা ধরনের রুটি আর খাবার তৈরির কারিগরি ব্যবস্থা। রাস্তার ধারেই টিকে আছে অনেকগুলো দোকান। এই পম্পেইয়ের ধ্বংসাবশেষে ২০০০ বছরের পুরানো রুটি পাওয়া গেছে l রুটিগুলো আমরা দেখতে পাচ্ছি নীচের ছবিতে l