মুন্সীগঞ্জ, মিরকাদিম পুল । এটি ইট সুরকির তৈরি একটি অসাধারন মোগল আমলের স্থাপত্য শিল্প। চিন্তা করা যায় ওই সময়ের প্রযুক্তিতে তৈরি এই পুল গত ৪০০ বছর ধরে অক্ষত রয়েছ l কালের সাক্ষী হিসাবে আমাদের ঐতিহ্য সম্পর্কে আমাদের মনে করিয়ে দিচ্ছে । কমলঘাট-দীঘিরপাড় খালের উপর তৈরি এই পুলটি সত্যি দেখার মত l জানা যায় এক সময় খালটি পদ্মা থেকে ধলেশ্বরীর সাথে যুক্ত ছিল। বিশ্বাস করা যায় না যে এই মৃতপ্রায় খালটির মধ্যে দিয়ে এক সময় বড় বড় বজড়া, ছোট বড় নৌকা চলাচল করত। এই স্থাপত্যটির সাথে মুক্তিযুদ্ধেরো অনেক স্মৃতি জড়িত l পুলটিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। ব্রীজের এপাড় থেকে ওপাড়ে পাক বাহিনীকে প্রতিরোধ করার জন্য সম্মুখ যুদ্ধ এ্যামবুশ করতো আমাদের বীর ছেলেরা। ৭১ এর স্মৃতি এবং ৪০০ বছরের ঐতিহ্যবাহী এই পুলটি সংরক্ষনের জন্য প্রত্নতাত্ত্বিক বিভাগ একখানা সাইনবোর্ড টানিয়ে দ্বায়িত্ব সেরে নিয়েছে। স্থাপত্যটি এখন জৌলসহীন, ধংসের পথে।