গ্রিক পুরাণে আফ্রোদিতিকে তুলে ধরা হয়েছে প্রেম, আনন্দ, আবেগ এবং সৌন্দর্যের দেবী হিসেবে। হেসিয়ডের “THEOGONY” অনুসারে দানব ক্রোনাস যখন তার পিতা ইউরেনাসকে হত্যা করে এবং এবং জননতন্ত্র তাকে কেটে সমুদ্রে নিক্ষেপ করে তখন সেই ফেনা থেকে জন্ম হয় দেবী আফ্রোদিতির। আবার বিখ্যাত কবি হোমারের লেখা ইলিয়াড অনুসারে আফ্রোদিতি মূলত গ্রিক দেবতা জিউস এবং গ্রিক দেবী ডিয়নের কন্যা। দেবী হিসেবে আফ্রোদিতি এতটাই সৌন্দর্যের অধিকারী ছিলেন যে, গ্রিক পুরাণে দেখা যায় তাঁকে নিয়ে একাধিকবার দেবতাদের পর্যন্ত কলহে জড়িয়ে পড়তে। এই কলহের অবসান ঘটাতে দেবতা জিউস আফ্রোদিতিকে বিয়ে দিয়ে দেন হেপাইসটাসের সাথে। দেখতে কুৎসিত ও বিকলাঙ্গ হেপাইসটাসের কোন প্রতিদ্বন্দী ছিলো না।