১৫৩২ সাল। ইনকা সাম্রাজ্যের ছোট্ট শহর কাজামার্কা। সবেমাত্র শেষ হয়েছে গৃহযুদ্ধ। স্বর্ণভূমি ইনকায় বসন্তের স্নিগ্ধ বাতাস বইতে শুরু করেছে। সম্রাট আতাহুয়ালপা আজ ভীষণ প্রফুল্ল। প্রকৃতি ও গৃহযুদ্ধের বিজয়কে উপভোগ করছেন তিনি। প্রস্তুতি নিচ্ছেন রাজধানী কুজকোতে জয়োল্লাসের সাথে প্রবেশের। ঠিক এমন সময়...