খ্রিস্টপূর্ব ১৯ শতক। গ্রীসের এথেন্স। ৮৫ জন শ্রমণ বৌদ্ধ ভিক্ষু ও অসংখ্য কৌতূহলী এথেন্সবাসীর ভিড়ের মধ্যমণি হয়ে আছেন একজন বৌদ্ধ সন্ন্যাসী, নাম জার্মানোচেগাস। তিনি এক মনে প্রার্থনায় রত। প্রার্থনা শেষে নিজের গায়ে পবিত্র পানীয় ছিটিয়ে দিলেন। এরপর খোখার রাজপুতদের প্রচলিত রীতি অনুসারে প্রথমেই নিজের কিছু...