“আমি তো আমার সব প্রজাদের প্রতিই ভালো আচরণ করেছি। ঈশ্বরের দেখানো পথে হেঁটেছি। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও কোনো অবহেলা করি নি, শক্ত হাতে সব সামলিয়েছি। তবে আজ কেনো আমার এই পরিণতি? কেনো আজ পরিবারের বিভেদ, ষড়যন্ত্র দূর করতে পারছি না? আজ আমি রোগাক্রান্ত, অসুখ আমার পিছু ছাড়ছে না, আমি ভীষণ ভীতিগ্রস্ত...