সতেরো শতকের মাঝামাঝি কোনো এক সময়। পশ্চিম আফ্রিকা থেকে জাহাজভর্তি করে কৃষ্ণবর্ণের মানুষগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে আমেরিকার উদ্দেশ্যে। অর্ধনগ্ন, ভয়ার্ত ও অসহায় সেসব মুখগুলোর মাঝে ছিলেন একজন নারী, নাম ডাস্কি স্যালি। সে সময় নারী দাসীদেরকে সাধারণত ব্যবহার করা হতো ‘বায়াবায়া’ হিসেবে। ‘বায়াবায়া’ অর্থ পুরুষের...