১৯৭৪ সাল। চীনের জি’আন শহরের জিইয়াং অঞ্চলের একটি ক্ষেত। কৃষিকাজের জন্য কয়েকজন কৃষক পানি উত্তোলনের চেষ্টা করছেন। হঠাৎ করেই তারা আবিষ্কার করলেন, একটি নির্দিষ্ট জায়গা শক্ত মাটির আবরণে আবৃত। কৌতুহলবশত জায়গাটি কিছুটা খুঁড়ে তারা যা পেলেন, তা দেখে তো তাদের চক্ষু চড়কগাছ! অনেকগুলো মাটির তৈরী হাত-পা এবং...