ইরানের খুরসানের অন্যতম প্রধান শহর হচ্ছে নিশাপুর। ইরানে এক সময় আরো অনেকগুলো উল্লেখযোগ্য শহর ছিলো; যেমন, বালখ, মেরভ এবং হেরাত। বর্তমানে এই হেরাত আর বালখ আফগানিস্তানে অবস্থিত। সিল্ক রোডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই নিশাপুর, যেটি এশিয়া মাইনর ও মেসোপটেমিয়াকে ভারত এবং চীনের সাথে যুক্ত করে। এ...