ইউরোপে মধ্যযুগ জুড়ে বাইজান্টিন সাম্রাজ্যের প্রতাপ ছিল চোখে পড়ার মতো। সামরিক শক্তির সাথে ধর্মীয় আবেদন এই সাম্রাজ্যকে একটি সমীহ জাগানো শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু ১১ শতকের দিকে এসে সম্রাটদের ভুল সিদ্ধান্তে বাইজান্টিন সাম্রাজ্য দুর্বল হতে থাকে। একই সময়ে খোরাসানে আব্বাসী সাম্রাজ্যের ছায়া...