ভারতীয় উপমহাদেশের সবচেয়ে নৃশংস যুদ্ধের সবেমাত্র সমাপ্তি হয়েছে। বিজয়ী মৌর্য সম্রাট অশোক নিজের কীর্তি ঘুরে দেখছেন। লাশের কারণে হাটতে বেগ পেতে হচ্ছে। ধৌলি পাহাড়ের ময়দানে রক্তের বন্যা বইয়ে দিয়েছে মৌর্য সেনারা। অশোকের স্বপ্ন এবার সত্যি হয়েছে। বেয়াড়া আর অহংকারী কলিঙ্গ রাজকে উপযুক্ত শাস্তি দেয়া হয়েছে।...