প্রতিদ্বন্দ্বী নগর রাষ্ট্র এথেন্সের কাছে প্রথম পেলোপনেশিয়ান যুদ্ধে বাজেভাবে পরাজয়ের পর স্পার্টার হর্তাকর্তারা নিজেদের নগর রাষ্ট্রে আরো সামরিকীকরণ জোরদার করেন। সমৃদ্ধ আর প্রগতিশীল নগর রাষ্ট্র এথেন্সের কাছে এমন পরাজয় স্পার্টার নাগরিকদের যেন ভাগ্যবিড়ম্বনায় ফেলে দেয়। কঠোর সামরিক আইন কানুন আর আগ্রাসী...