১৫৬১-৬২ উন্মার্গগামী আমলাকে ক্ষমা [বৈরাম খানের সহায়ক মুজফফর আলি তুরবাতি সম্রাটের ক্ষমা পেয়েছেন। সম্রাট আকবরের রাজত্বে তিনি উচ্চপদে আসীন হবেন, তার উপাধি হবে মুজফফর খান। বায়াজিদ এই ঘটনার প্রত্যক্ষদর্শী। নিয়েছি তাজকিরাতইহুমায়ুনওআকবর থেকে।] পরেরদিন খানইখানান[মুনিম খান] মাহাম বেগের[সম্রাট আকবরের সৎমা]...