জুলাই, ১৬৪৮ সালে ঐতিহাসিক ত্রিশ বছরব্যাপী যুদ্ধে সুইডিশ আর্মি চেক প্রজাতন্ত্রের প্রাগ শহর ব্যাপকভাবে লুট করে নেয়। অনেক মূল্যবান সামগ্রীর পাশাপাশি ছিনিয়ে নেয়া হয় চেক প্রজাতন্ত্রের অনেক ঐতিহাসিক দলিল। প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক গুরুত্বে এমনই এক পান্ডুলিপি চলে যায় সুইডিশদের হাতে। ৩১০ পৃষ্ঠার...